Tuesday, October 14, 2025

মা-মেয়েকে গলা কেটে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার ‘লুট’

আরও পড়ুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীমকে (১৯) বাসায় একা পেয়ে জবাই করে হত্যা করেছে দূর্বত্তরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে ঘটনাটি ঘটেছে। এসময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও মীম তাদের সন্তান। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

আরও পড়ুনঃ  আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিবো- এ স্লোগান আর চলবে না: জামায়াত নেতা

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী। সন্ধ্যার পরে বাড়িতে মিজানের স্ত্রী জুলেখা ও মেয়ে মীম একা ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে জবাই করে হত্যা করে। পরে বাসায় থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। বাজার থেকে ফিরে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে লাশ বাসার মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

আরও পড়ুনঃ  নতুন করে হাটে হাঁড়ি ভাঙলেন আবু ত্বহার স্ত্রী: স্বামীর বিরুদ্ধে পরকীয়ার ‘ভয়ংকর’ অভিযোগ

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল আছি। স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ঘাতকরা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ