Thursday, October 16, 2025

আসছে মেসি, দেখা হবে ভক্তদের সাথে

আরও পড়ুন

আগামী ডিসেম্বরে মেসি আসছেন ভারতে। কলকাতা-সহ তিন শহরে এক ঝাঁক অনুষ্ঠান রয়েছে কিংবদন্তি ফুটবলারের। আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে দেখতে এখন থেকেই আগ্রহ তুঙ্গে। গোটা পরিকল্পনার কথা এবিপি লাইভ বাংলাকে জানিয়েছেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত।

সোশ্যাল মিডিয়ায় এক পরোটা বিক্রেতাকে ঘিরে চলা ব্যঙ্গ-বিদ্রুপের জবাব দিতে এক মানবিক উদ্যোগ নিয়েছেন তিনি। জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসির সঙ্গে কলকাতার সেই পরোটা বিক্রেতা রাজুর সাক্ষাৎ করাতে চান তিনি।

আরও পড়ুনঃ  এবার হঠাৎ এক লাফে যত কমলো জ্বালানি তেলের দাম

শতদ্রু বললেন, ‘সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি চোখে পড়ছিল কয়েকদিন ধরেই। সেখানে পরোটা বিক্রেতা রাজুকে ভীষণভাবে ট্রোল করা হচ্ছে। মেসির সঙ্গে রাজুকে জড়িয়ে কটাক্ষ করা হচ্ছিল। মেসি কলকাতায় এসে রাজুর কাছে পরোটা খেতে গিয়েছেন, এসব লেখালিখি হচ্ছিল। দেখে ভীষণ খারাপ লাগে। এভাবে কাউকে ট্রোলিং করার ঘোরতর বিরোধী আমি।’

এই পরিস্থিতিতেই ট্রোলারদের বিরুদ্ধে এক অভিনব জবাবের পরিকল্পনা করেন শতদ্রু। তিনি বলেন, “যে ছবি বানিয়ে রাজুকে নিয়ে ঠাট্টা করা হচ্ছিল, সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিতে চাই। ভাবলাম, মেসির সঙ্গে রাজুর দেখা করাব। আমরা বাঙালিরা তো সবাই পরোটা ভালোবাসি। তাই মেসির হাতে পরোটা তুলে দিয়ে বলতে চাই—দেখুন, এটা আমাদের প্রিয় প্রাতঃরাশ, ঠিক যেমন আপনারা খান অন্য দেশে।”

আরও পড়ুনঃ  ‘মানচিত্র থেকেই অস্তিত্ব মুছে দেব’, ভারতের সেনাপ্রধানের ভয়ঙ্কর বার্তা

শতদ্রু আরও জানান, রাজুর সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় নেই, তবে শিগগিরই যোগাযোগের উদ্যোগ নেবেন।

সেই সঙ্গে ট্রোলারদের উদ্দেশে ক্রীড়া সংগঠক শতদ্রুর বার্তা, ‘রাজু পরোটা বিক্রি করে রোজগার করেন, এতে অন্যায়ের কী আছে! ব্যঙ্গ না করে ওঁকে সম্মান করা উচিত। যে যে পেশাতেই থাকুন না কেন, ট্রোলিং করাটা এখন স্বভাব হয়ে গিয়েছে। কী যে আনন্দ পান এতে, বুঝতে পারি না। অন্যকে ছোট করে মানসিক তৃপ্তি খোঁজা আসলে ব্যধি। সেই রোগ যাতে সারে, তাই আমি মেসি-রাজুর সাক্ষাতের কথা ভাবছি। এটাই ট্রোলারদের জবাব।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ